দৈনিকবার্তা-ঢাকা, ২৬ জানুয়ারি ২০১৬: সিরিয়ার কেন্দ্রীয় হোমস নগরীর একটি সেনা চৌকিতে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে।রাষ্ট্্রীয় সংবাদ মাধ্যম এ খবর জানায়।রাষ্ট্রীয় টেলিভিশনে এক ব্রেকিং নিউজ এলার্টে বলা হয়, নগরীর আল-জাহরা এলাকায় এ বিস্ফোরণে আরো একশ’জন আহত হয়েছে।এই এলাকাটি আগেও একাধিকবার বোমা হামলার টার্গেট হয়েছে।হোমসের প্রাদেশিক গভর্নর তালাল বাজারি বলেন, এ হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে।
তিনি জানান, দুই আত্মঘাতী বোমা হামলাকারী একটি গাড়ীতে করে সেনা চৌকিতে এসে থামে। এক হামলাকারী গাড়ী থেকে বের হয়ে যায়। অপরজন গাড়ীর ভেতরে থাকতেই নিজের কাছে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়। প্রথম বিস্ফোরণের কারণে বিশৃংখল পরি¯ি’তিতে লোকজন জড়ো হলে দ্বিতীয় হামলাকারী বিস্ফোরণ ঘটায়।সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটসও এ বিস্ফোরণের খবর জানায়। সংস্থা জানায়, বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছে । এদের মধ্যে ১৩ জন সরকারি সৈন্য।সংস্থা প্রধান রামি আবদেল রহমান জানান, দ্বিতীয় হামলাকারীর পরণে সামরিক পোশাক ছিলো।