Aedes_aegypti_2_934680786

দৈনিকবার্তা-ঢাকা, ২৭ জানুয়ারি ২০১৬: কলাম্বিয়ায় জিকা ভাইরাস ছড়িয়ে পড়ায় মঙ্গলবার সতর্কতা জারি করা হয়েছে। দেশটিতে ইতোমধ্যে ১৩ হাজার ৮শ’ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। জিকা ভাইরাস ছড়িয়ে পড়ায় আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয় সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে সতর্কতা জারি করতে বিভিন্ন শহরের মেয়রদের নির্দেশ দিয়েছে।মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই হাজার ২শ’ মিটারের মধ্যে অবস্থিত সব পৌরসভাতেও সতর্কতা জারির আহবান জানানো হচ্ছে।মন্ত্রণালয়ের জরুরী ব্যবস্থাপনা ও দুর্যোগ বিভাগের প্রধান লুইস ফার্নান্দো বলেন, জিকা ভাইরাস বর্তমানে ব্যাপকহারে ছড়িয়ে পড়ায় এই সতর্কতা জারি করা হয়েছে।

লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়ছে। জিকা ভাইরাসের কারণে শিশুর মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত, অস্বাভাবিক জন্ম ও এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।এডিস মশা জিকা ভাইরাস বহন করে। এ মশা ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভাইরাসও বহন করে।জিকা ভাইরাস সবচেয়ে বেশি ছড়িয়েছে ব্রাজিলে। এরপর রয়েছে কলম্বিয়া। দেশটিতে ১৬ জানুয়ারি পর্যন্ত মোট ১৩ হাজার ৮০৮ জন জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৮৯০ গর্ভবতী নারী রয়েছে।