Jhenidha Photo-02

দৈনিকবার্তা-ঝিনাইদহ, ২৮ জানুয়ারি ২০১৬: ঝিনাইদহে বৃক্ষ কর্তন, যত্রতত্র দোকান- মার্কেট নির্মাণ, লিজ গ্রহণের নামে সড়ক-মহা-সড়কের দুই পার্শ্বের জায়গা দখল, ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কের রাস্তার দুই পার্শ্বে অবস্থিত ৪৮টি গাছ কেটে ফেলা সিদ্ধান্ত,২০১৪ সালে মাঝামাঝি সময়ের ঐ সড়কের দুই পার্শ্বে ২৮টি মূল্যবান গাছ অবৈধ ভাবে বিক্রি করে দেওয়া, ১৪টি গাছ ইতিমধ্যে কেটে ফেলার সিদ্ধান্ত করা হয়েছে ও পরিবেশ বিপর্যয় প্রতিরোধে ঝিনাইদহ জেলা ওয়াকার্স পার্টি, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি, গণ ফোরাম, জাতীয় সমাজত্রান্তিক দল, জাতীয় গণফ্রন্ট, গণতান্ত্র পার্টি ও বাসদের প্রতিবাদে ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে এক স্মারক লিপি প্রদান করেন।

সেসময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা জাতীয় সমাজন্ত্রানিক দলের সভাপতি মুন্সি এমদাদুল হক, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি মোফাজ্জেল হোসেন মঞ্জু, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক রবিউল আলম খকন, গণফ্রমের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, জাতীয় গণফ্রন্ট এর সমন্বয়ক নেহাল উদ্দিন আহমেদ, গণতান্ত্র পার্টির নিত্য গোপাল বিশ্বাস ও বাসদ-এর জেলা সমন্বয়ক এ্যাডঃ আসাদুল ইসলাম আসাদ।উলে¬খ, পরে সদয় অবগতির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়, সচিব বন ও পরিবশে মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার খুলনা, বিজ্ঞ দায়রা জজ ঝিনাইদহ, প্রধান নির্বাহী কর্মকর্তা ঝিনাইদহ, পুলিশ সুপার ঝিনাইদহ, উপ-পরিচালক এন.এস আই, সভাপতি ঝিনাইদহ প্রেসক্লাব বরাবর লিখিত অনুলিপি প্রেরণ করেন নেতৃবৃন্দ।