ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে বিজিবির উপর গরু ব্যবসায়ীদের হামলা , বিজিবির ৩ রাউন্ড গুলি বর্ষণ, রফিকুল নামে এক গরু ব্যবসায়ী নিহত গরু, রাম দা, লাঠি-সোঠা উদ্ধার করেছে বিজিবি

সীমান্তে বিজিবির উপর গরু ব্যবসায়ীদের হামলাবিজিবির ৩ রাউন্ড গুলি বর্ষণ

দৈনিকবার্তা-ঝিনাইদহ, ৩০ জানুয়ারি ২০১৬: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বডার গার্ড বাংলাদেশ (বিজিবির) উপর গরু ব্যবসায়ীদের হামলার ঘটনা ঘটেছে। বিজিবি সদস্যরা ৩ রাউন্ড গুলি বর্ষণ করলে গুলিবিদ্ধ হয়ে রফিকুল ইসলাম(৩৫) নামে একজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম মহেশপুর উপজেলার মাটিলা গ্রামের আব্দুল মালেকের ছেলে।

সেসময় ঘটনাস্থল থেকে বিজিবি বেশ কয়েকটি গরু, রাম দা, লাঠি-সোঠা উদ্ধার করেছে। বিজিবির ২৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে.কর্নেল জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, সন্ধ্যায় সীমান্তের জলুলী বিজিবি ক্যাম্পের সদস্যরা মাটিলা সীমান্তে টহল দিচ্ছিল।

সেসময় ভারত থেকে অবৈধভাবে একদল গরু ব্যবসায়ী গরু নিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করে। তখন সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করলে গরু ব্যবসায়ীরা বিজিবি সদস্যদের উপর ইট-পাটকেল, লাঠি-সোঠা, রাম দা নিয়ে হামলা চালায়। সেসময় বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে ৩ রাউন্ড গুলিবর্ষণ করে। সেসময় রফিকুল ইসলাম নামে একজন গুলিবিদ্ধ হয়। তাকে স্থানীয় ডাক্তার দিয়ে চিকিৎসা দেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষনা করনে।