উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সারাদেশে সরস্বতী পূজা উদযাপিত

দৈনিকবার্তা-ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০১৬: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সারাদেশে শনিবার উদযাপিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বাণী অর্চনা, বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা।আরাধনার মধ্য দিয়ে বিদ্যার এই দেবীকে স্মরণ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের হিন্দু ধর্মীয় শিক্ষার্থীরা। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম এ প্রধান উৎসবকে ঘিরে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসজুড়ে ছিল ধর্মীয় আমেজ। রাজহাঁসে বসে বিদ্যা ও জ্ঞানদাত্রী দেবী আসেন এ দিনেই।প্রতিবছর মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর আবাহন করা হয়। ঢাক-ঢোল-কাঁসর আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন পূজা মন্ডপ। সরস্বতী বিদ্যার ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী হিসেবে পুজিত হন। ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সরস্বতী দেবীর আরাধনা করা হয়।মধ্যরাতে প্রতিমা স্থাপনের মধ্যদিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। দেবীর অর্চনা করে কল্যাণকামী শিক্ষায় শিক্ষিত হওয়ার প্রার্থনা করে শিক্ষার্থীরা।প্রতি বছরের মতো এবারো পূজার মূল আকর্ষণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল এবং চারুকলা ইনস্টিটিউট। জগন্নাথ হলের পুকুরে জলের ওপরে ৪৫ ফিট দীর্ঘ লম্বা বিশাল আকৃতির দেবী সরস্বতীর প্রতিমা নির্মাণ করা হয়।

এ বছর হলের মাঠে পৃথকভাবে বিভিন্ন বিভাগের মোট ৭০টি মন্ডপে পূজার আয়োজন করা হয়। মন্ডপগুলোর প্রতিটি প্রতিমা তৈরিতেই ছিল ভিন্নতা। সকাল সোয়া ৯ টায় জগন্নাথ হল মন্দিরে শ্বেতশুভ্র বসনা জ্ঞানদায়িনী দেবী সরস্বতীর পূজাঅর্চনার মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ভক্তরা পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম জানায় বিদ্যার দেবী সরস্বতীকে। এ সময় শিশুদের দেওয়া হয় হাতেখড়ি, ভক্তদের মাঝে বিতরণ করা হয় প্রসাদ। আবির, আমের মুকুল, দোয়াত-কলম, যবের শীষ, গাঁদা ফুল আর বেল পাতা এই পূজার বিশেষ সামগ্রী। উলু ধ্বনি আর ধূপের ধোঁয়ার সঙ্গে পূজা শেষে দেবীর পায়ে দেয়া হয় অঞ্জলি।জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার বলেন, সরস্বতী পূজায় ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিবছরই প্রচুর মানুষ দেবীর আরাধনায় অংশ নেয়। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। সব ধর্মের মানুষের মধ্যে এই সম্প্রীতি যেন সবসময় বজায় থাকে, মানুষ যেন বিদ্যাদেবীর কাছ থেকে ভালবাসা ও জ্ঞান লাভ করতে পারে এই কামনা করি। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, বেগম শামসুন্নাহার হল, কুয়েত মৈত্রী হল ও বেগম ফজিলাতুন্নেছা হল এবং ইডেন কলেজে পৃথক পূজামন্ডপ তৈরি করা হয়।এদিকে বিদ্যাদেবীর বন্দনার মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে স্বরস্বতী পুজা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম পুজামন্ডপ পরিদর্শন করেন।এছাড়া রংপুর, চট্টগ্রাম, গোপালগঞ্জ, হবিগঞ্জ, নরাইল, মেহেরপুর, খুলনা, বরিশাল, বাগেরহাট, পাবনা, নাটোর, লালমনিরহাট, রাজশাহী, সিলেটসহ সারাদেশে বিভিন্ন স্কুল কলেজ, ক্লাব ও মন্দিরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সরস্বতী পূজা।