ভোলা-বরিশাল রুটে লঞ্চের ধাক্কায় লঞ্চডুবি

দৈনিকবার্তা-ভোলা, ১৩ ফেব্রুয়ারি ২০১৬: শনিবার ভোরে ঢাকা থেকে আসা এমভি কর্ণফুলি-১১ লঞ্চের ধাক্কায় ভেদুরিয়া ঘাটের কাছে অবস্থানরত ভোলা-বরিশাল রুটের লঞ্চ এমএল সোহাগী ডুবে গেলে এতে থাকা চার নাবিক আহত হন।

সোহাগীর মাস্টার মো. কামরুজ্জামান জানান, লঞ্চের ভিতরে ফজরের নামাজ আদায় করার সময় বিকট শব্দে তার লঞ্চটি কেঁপে উঠলে তিনি ও তার তিন সহকর্মী ছিটকে পড়ে আহত হন।পরে তিনি এমভি কর্ণফুলিকে ধাক্কারত অবস্থায় এবং সোহাগীকে কাত হয়ে ডুবে যেতে দেখেন।আহত অন্য তিনজন হলেন লঞ্চের ক্যান্টিন মালিক জামাল হোসেন (২৬) সারেং আবদুর রহমান (২৪) ও স্টাফ হানিফ।ঘন কুয়াশার কারণে ভোলা খালের মোহনায় ঘটা এই দুর্ঘটনা ‘সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত’ দাবি করে দুঃখ প্রকাশ করেছেন কর্ণফুলি-১১-এর পরিচালক মো. জসিম উদ্দিন। বিআইডব্লিউটিএর ভোলার ঘাট ইনচার্জ মো. নাসিম বলেন, দুই লঞ্চের মালিকের মধ্যে তার উপস্থিতিতে কথা হয়েছে।কর্নফুলি কর্তৃপক্ষ ডুবে যাওয়া সোহাগীকে তোলার সব খরচ বহন করবে। এ ঘটনায় কোনো পক্ষ থেকে মামলা হয়নি।