বাফুফে নির্বাচন সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন নুরুল ইসলাম

মনোনয়ন পত্র সংগ্রহের প্রথম দিনে তিনিই ছিলেন আলোচিত ব্যক্তি। ফুটবল অঙ্গনে অনেকটা অখ্যাত হয়েও কিনেছিলেন বাফুফে নির্বাচনের সভাপতি পদের মনোয়নন পত্র। যার মূল্য ছিল এক লাখ টাকা। আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। তবে শনিবার নির্বাচন থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন সভাপতি পদপ্রার্থী সেই নুরুল ইসলাম নুরু।

শেখ জামাল ক্লাবের সভাপতি মনজুর কাদেরের গুলশান কার্যালয়ে তিনি এ ঘোষণা দেন। নুরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেও টঙ্গী ক্রীড়াচক্রের সভাপতি নুরুল ইসলাম নুরু একইসঙ্গে ঘোষণা দেন, বাফুফে নির্বাচনে তিনি ‘বাঁচাও ফুটবল’ প্যানেলের মনোনীত সভাপতি প্রার্থী কামরুল আশরাফ খানকে সমর্থন দেবেন।মনোনয়নপত্র প্রত্যাহারের সময় আসলে এখন আর নেই। তবে কেউ সড়ে দাঁড়াতে চাইলে বাফুফে নির্বাচন পূববর্তী বাফুফে কংগ্রেসে তার প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত জানাবেন। ডেলিগেটসরা তাকে ভোট দানে বিরত থাকার অনুরোধ করবেন। তবে ব্যালট পেপারে তার নাম অন্তর্ভুক্ত থাকবে।নুরুল ইসলাম নূরুর সরে যাওয়ার কারণে বাফুফে সভাপতি পদে এখন লড়াইটা হবে ত্রিমুখি। যেখানে আছেন কাজী সালাহউদ্দিন, সংসদ সদস্য কামরুল আশরাফ খান ও গোলাম রাব্বানী হেলাল।