পাঁচ মিনিটে পরমাণু হামলা চালাতে পারি দিল্লিতে। ভারতের রাজধানীকে ছাই করে দিতে পাকিস্তানের সময় লাগবে মাত্র পাঁচ মিনিট। এমনই হুঙ্কার শোনা গেল পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আবদুল কাদির খানের মুখে। নিজেদের প্রথম প্রথম পরমাণু বিস্ফোরণের স্মৃতিতে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময়েই কাদির এ কথা বলেছেন।
১৯৯৮ সালে পাকিস্তান প্রথম বার পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছিল। আবদুল কাদির খানের নেতৃত্বেই ঘটানো হয়েছিল সেই বিস্ফোরণ। পাকিস্তানের পরমাণু অস্ত্রভাণ্ডার এবং সক্ষমতা সম্পর্কে বলতে গিয়ে কাদির প্রথমে বলেন, ‘‘পাকিস্তান ১৯৮৪ সালেই পরমাণু বোমার বিস্ফোরণ ঘটাতে পারত। কিন্তু তৎকালীন শাসক জেনারেল জিয়াউল হক তা চাননি। বিস্ফোরণ ঘটালে আন্তর্জাতিক মহল পাকিস্তানে সেনা অভিয়ান চালাতে পারে বলে আশঙ্কা ছিল তাঁর।’’
এর পরেই স্বভাবসিদ্ধ ঢঙে ভারতকে ধ্বংস করার হুঁশিয়ারি দিতে শুরু করেন পাক পরমাণু বিজ্ঞানী। কাদিরের কথায়, পাকিস্তান চাইলে রাওয়ালপিন্ডির কাছে কাহুতা থেকে পরমাণু অস্ত্র ছুড়ে পাঁচ মিনিটে আঘাত হানতে পারে ভারতের রাজধানী দিল্লিতে। আবদুল কাদির খানের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে। ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ বলছে, ভারতের পরমাণু সক্ষমতা কতটা, তা জেনে মন্তব্য করা উচিত কাদির খানের। তাঁর মন্তব্যকে ‘অনাবশ্যক’ এবং ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেও আখ্যা দিয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশারদদের একাংশ।