নৌমন্ত্রীকে দেখতে হাসপাতালে ডেপুটি স্পিকার

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান অসুস্থ হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন। আজ রবিবার তাকে দেখতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া সেখানে যান। তিনি অসুস্থ মন্ত্রীর পাশে কিছু সময় কাটান এবং কর্তব্যরত চিকিৎসকের কাছে চিকিৎসার খোঁজখবর নেন।

শাজাহান খানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে ডেপুটি স্পিকারকে জানান কর্তব্যরত চিকিৎসক। ডেপুটি স্পিকার শাজাহান খানের আশু আরোগ্য কামনা করেন।