ইংল্যান্ড-রাশিয়ার সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষশনিবার রাতে ইংল্যান্ড-রাশিয়ার মধ্যকার ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়েছে। এতে ক্ষুব্ধ ছিলেন দু’দলের সমর্থকরা। ফ্র্যান্সের রাজপথে নিজেদের পেশির শক্তি দেখালেন তারা। সংঘর্ষ থামাতে গিয়ে মার খেয়েছে আয়োজক দেশ ফ্রান্সের পুলিশ!  রুনি-ভার্ডিরা মাঠে খেলেছেন বল দিয়ে, ভক্তরা মারামারি করেছেন চেয়ার দিয়ে। সে কি কাণ্ড! যেন দুই দেশের মধ্যে যুদ্ধ লেগে গেছে। হাতাহাতি থেকে শুরু করে রণক্ষেত্রে চলেছে চেয়ারের যুদ্ধও। এ যেন ফুটবলকেই কলঙ্কিত করলেন ইংল্যান্ড-রাশিয়ার সমর্থকরা।

স্থানীয় পুলিশ জানিয়েছে, রাশিয়ার বিপক্ষে ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ার পরই ক্ষিপ্ত হয় দুই দলের সমর্থকরা। ঝামেলা শুরু করে দেয় রাজপথে। প্রায় এক হাজার ইংল্যান্ড সমর্থক মার্শেইতে ঝামেলা শুরু করে। ঝামেলার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝামেলার এক পর্যায়ে ফরাসি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে। লাঠিচার্জ ছাড়াও টিয়ার গ্যাস চালিয়েছে তারা। টিয়ার গ্যাস চালানোর পরেই পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসে।