চীনের সাংহাই এয়ারপোর্টে বিস্ফোরণ, আহত ৩
চীনের পূর্ব-মধ্যাঞ্চলীয় নগরী সাংহাইয়ের পুডং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিন যাত্রী আহত হয়েছেন। বিস্ফোরণটি হাতে তৈরি বোমায় হয়েছে বলে মনে করা হচ্ছে। রোববার (১২ জুন) স্থানীয় সময় দুপুর ২টায় বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালের চেক ইন কাউন্টারে এ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে উদ্ধারকারী বাহিনী।

কীভাবে এ ঘটনা ঘটেছে তা তৎক্ষণাৎ জানা না গেলেও তদন্ত শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। বিস্ফোরণস্থল এখন ঘিরে রেখেছে আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থা। বিস্ফোরণে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সমুদ্রোপকূলবর্তী সাংহাই চীনের অন্যতম শীর্ষ জনবহুল শহর। বন্দর নগরীটিকে চীনের অর্থনৈতিক কেন্দ্রও বলা হয়ে থাকে। সে হিসেবে পুডং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দরের একটি। বিস্ফোরণের পর এয়ারপোর্টে আতঙ্ক ছড়ালেও ফ্লাইট চলাচলে কোনো প্রভাব ফেলেনি।