টাঙ্গাইলের পৌর কাউন্সিলর ও তার স্ত্রী ইয়াবাসহ গাজীপুরে আটক

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার এক কাউন্সিলর ও তার স্ত্রীসহ ৩ জনকে ইয়াবা টেবলেটসহ বুধবার আটক করেছে গাজীপুরের পুলিশ। আটককৃতরা হলো- টাঙ্গাইলের মির্জাপুর থানার বাউয়ারা কুমারজানি এলাকার মো: নজরুল ইসলামের ছেলে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর শহিদুর রহমান শিপন (৪২) ও তার স্ত্রী শ্যামলী (২৭) এবং কার চালক মিনহাজ উদ্দিন (৪০)।

জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের এসআই মোঃ রফিকুল ইসলাম জানান, টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর শহিদুর রহমান শিপন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে কার যোগে বুধবার ভোর রাতে টাঙ্গাইল যাচ্ছিল। পথে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর সিটি কর্পোরেশনের বাইমাইল এলাকার একটি চেকপোষ্টে ব্যাক্তিগত ওই কারকে থামার সংকেত দেয় গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশ। এসময় পুলিশের সিগন্যাল ওভারটেক করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে কারটির গতিরোধ করে। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৫২০ পিস ইয়াবা টেবলেটসহ ওই ৩ জনকে আটক করা হয়। আটক শহিদুর রহমান শিপন পুলিশের কাছে নিজেকে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে পরিচয় দিয়েছে। এ ব্যাপারে মামলা জয়দেবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।