12695

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় এস কে নামের একটি পোশাক তৈরির কারখানায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ না করে প্রতিষ্ঠান বন্ধ রাখার প্রতিবাদে আজ বুধবার সকালে রাস্তায় নেমেছে শ্রমিকরা । পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানাটিতে দীর্ঘদিন ধরে শ্রমিকদের বেতন-ভাতা বকেয়া ছিল । বেশ কিছুদিন ধরে শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে গত কয়েকদিনে বেতন-ভাতা পরিশোধ প্রক্রিয়া শুরু করেন প্রতিষ্ঠানটির মালিক । কিন্তু বেশ কিছু শ্রমিকের বেতন-ভাতা এখনও পরিশোধ করা হয়নি ।

বুধবার তাদের বেতন-ভাতা পরিশোধ করার কথা ছিল । কিন্তু সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখেন প্রতিষ্ঠানটিতে তালা লাগানো । এরপর জড়ো হয়ে তারা বেতন-ভাতার দাবিতে গার্মেন্টেসের সামনে বিক্ষোভ করতে থাকেন । নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, বেতন-ভাতা পরিশোধ না করে প্রতিষ্ঠান বন্ধ রাখার প্রতিবাদে শ্রমিকরা আন্দোলনে নেমেছেন । আমরা শ্রমিকদের নিবৃত করার চেষ্টা করছি এবং মালিকের সঙ্গে যোগাযোগ করে তাদের দাবির বিষয়ে কথা বলার চেষ্টা করছি ।

মুহাম্মদ ফয়সাল শরীফ, চট্টগ্রাম