রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫ রাউন্ড গুলিসহ বগুড়ার পৌর প্যানেল মেয়রকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আমিনুল ইসলাম নামের ওই মেয়রকে পুলিশ গ্রেফতার করে। বিমানবন্দর থানার ওসি নূরে আজম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মেয়র আমিনুল ইসলাম ব্যাংকক যাচ্ছিলেন। কিন্তু বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় তার লাগেজে ২৫ রাউন্ড গুলি পাওয়া যায়। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে পুলিশের হাতে তুলে দেয়। আমিনুল ইসলাম দাবি করেছেন, গুলিগুলো তার লাইসেন্সকৃত অস্ত্রের। ভুলবশত সেগুলো লাগেজের ভেতর ছিল। তবে ওসি নূরে আজম জানান, লাইসেন্সকৃত অস্ত্রের গুলি হলেও তা বিমানবন্দরের ভেতরে নিতে অনুমতি নিতে হবে।