%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%ad%e0%a7%87%e0%a6%99%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আকতার জাহানের লাশ শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের ৩০৩ নম্বর কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। তবে নিহতের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায় নি।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মামুল আব্দুল কাইয়ুম জানান, আকতার জাহানের ঢাকা যাওয়ার কথা ছিল। কিন্তু তার ফোন বন্ধ ছিল। যোগাযোগ করতে না পেরে তার ছেলে সোয়াদ ঢাকা থেকে বিভাগের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করলে বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা তার কক্ষে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। পরে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। আকতার জাহানের মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।দরজা ভেতর থেকে বন্ধ থাকায় এটি আতœহত্যা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।বিভাগের সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার বাংলা জানান, গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) আকতার জাহানের ঢাকায় যাওয়ার কথা ছিল। জানা যায়, তার একমাত্র ছেলে সোয়াদ ঢাকার একটি প্রতিষ্ঠানে পড়াশুনা করে।