%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%8f%e0%a6%b2-%e0%a6%90%e0%a6%b6%e0%a7%80বরিশালের বানারীপাড়া উপজেলার দাসের হাট এলাকার মসজিদ পয়েন্টে সন্ধ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চ (এমএল ঐশী) ডুবির ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ১৬ জন। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উত্তর মঠবাড়িয়া মজিবর ব্যাপারীর স্ত্রী কোহিনুর বেগম (৬০) এবং একই এলাকার জিরারকাঠি গ্রামের মনোয়ারা বেগম (৪৫)। বাকি দু’জনের নাম জানা যায়নি। নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোতালেব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্স ও অপরটি মসজিদ বাড়ি দারুস সুন্নত আলীম মাদ্রাসা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যাজেনমেন্ট কলেজের মাঠে রাখা হয়েছে। মরদেহগুলো এখনো শনাক্ত করা হয়নি। এদিকে, পুলিশ সুপার আখতারুজ্জামান জানিয়েছেন, অন্যরা উদ্ধার হলেও এখনো ২৫ জন নিখোঁজ রয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বিকেল সাড়ে ৩টার দিকে লঞ্চটির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মকর্তারা।