%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a7%af%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি আগ্নেয়াস্ত্রসহ দু’ব্যক্তিকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন কাস্টম হাউসের সহকারী কমিশনার এইচ এম আহসানুল কবির। আটককৃতরা হচ্ছেন আসাদ ও মনির। তারা বাংলাদেশি বংশোদ্ভূত জার্মান নাগরিক।

আহসানুল কবির জানান, এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা ঢাকা আসেন। বিমানবন্দরে লাগেজ পরীক্ষার সময় তারা এগুলোকে খেলনা পিস্তল বলে দাবি করেন। পরে র‌্যাবের কর্মকর্তাদের সহযোগিতায় নিশ্চিত হওয়া যায় এগুলো খেলানা পিস্তল নয়। তিনি জানান, যাচাই বাছাইয়ের পর বিস্তারিত তথ্য জানা যাবে।