%e0%a6%89%e0%a6%aa%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%a6-%e0%a6%9a%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8প্রাথমিক শিক্ষায় পুনরায় চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যানের কৃতিত্ব অর্জন করেছেন ফেনীর দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন। চট্টগ্রাম’র অতিরিক্ত বিভাগীয় কমিশনার শঙ্কর রঞ্জন সাহা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করেন। সমগ্র বিভাগের ১১ জন প্রার্থী এতে প্রতিদ্ধন্ধিতা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ বিভাগের ১১ জেলার প্রতি জেলা থেকে একজন করে উপজেলা চেয়ারম্যান প্রতিদ্ধন্ধিতায় অংশ নেন। কমিশনের সামগ্রিক বিবেচনায় প্রতিদ্ধন্ধিদের হারিয়ে ২য় বারের মত তিনি বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। কমিশন সূত্রে জানা যায়, কৃতিত্ব অর্জন করে ঝিমিয়ে না পড়ে তিনি ব্যক্তিগত উদ্যোগ ও সরকারী পৃষ্ঠপোষকতায় এ চেষ্টা অব্যাহত রাখেন। হাত দেন এ বিষয়ে লেখালেখিতেও। বেশ কয়েকটি আর্টিকেল ছাপা হয়েছে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায়। সর্বোপরি প্রকাশ করেছেন আমাদের প্রাথমিক শিক্ষা ও প্রাসঙ্গিক ভাবনা শীর্ষক একটি ব্যতিক্রমী গ্রন্থ। প্রাথমিক শিক্ষায় সামগ্রিক উন্নয়নের স্বীকৃতি স্বরুপ দিদারুল কবির রতন ২০১৫ সালে প্রথমবার চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যানের কৃতিত্ব লাভ করেন।