oliver-hart-and-bengt-holstromচুক্তিতত্ত্ব নিয়ে গবেষণা করে অর্থনীতিতে নোবেল জিতলেন যুক্তরাজ্যের অলিভার হার্ট ও ফিনল্যান্ডের বেঙ্কট হলস্ট্রম। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি সোমবার এই পুরস্কার ঘোষণা করে। নোবেল কমিটি বলেছে, চুক্তিতত্ত্ব নিয়ে এই দুই গবেষকের কাজ শীর্ষ নির্বাহী পদের ব্যক্তিদের কর্মদক্ষতার ওপর ভিত্তি করে বেতন নির্ধারণের মত বিষয় বুঝতে সহায়ক হবে। নোবেল পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনার এই দুই গবেষকের মধ্যে ভাগ করে দেয়া হবে। নিয়ম অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর তাদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হবে।

১৯৪৮ সালে জন্ম নেয়া হার্ট হার্ভাড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক। বেঙ্কট হলস্ট্রম ম্যাসাচুচেটস ইনস্টিটিউট অব টেকনোলজি’র অর্থনীতি ও ব্যবস্থাপনার অধ্যাপক। এর আাগে গত সপ্তাহে নোবেল কমিটি চিকিৎসা, পদার্থ, রসায়ন ও শান্তিতে পুরস্কার ঘোষণা করে।