%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%aeব্রাজিলের রিও ডি জানেরিও’র দুটি বস্তিতে সোমবার পুলিশ ও মাদক পাচারকারীদের মধ্যে বন্দুকযুদ্ধের সময় তিন জন নিহত ও পাঁচ জন আহত হয়েছে। এ সময় কাছের পর্যটন কেন্দ্র কোপাকাবানা ও পানেমায় আতংক ছড়িয়ে পড়ে। সামরিক পুলিশ এক বিবৃতিতে জানায়, কান্টাগালো ও পাভাও-পাভাওজিনহো বস্তিতে সংঘর্ষে দুই ‘অপরাধী’ আহত হয়। পরে হাসপাতালে তাদের মৃত্যু হয়। এছাড়া একটি উঁচু খাড়া স্থান থেকে পড়ে আরো একজন মারা গেছে। তার পিঠে থাকা ব্যাগে আট কেজি কোকেন পাওয়া গেছে।

এদিন বিকেলে আরো একটি সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তা ও দুই সন্দেহভাজন ব্যক্তি আহত হয়েছে। এ সময় আট সন্দেহভাজনকে আটক ও আটটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ প্যাসিফিকেশন ইউনিট (ইউপিপি) জানায়, পাভাও-পাভাওজিনহো এলাকায় বেশিরভাগ পুলিশ ঘাঁটিতে হামলা চালানোর পর এ সংঘর্ষ বাঁধে। ইউপিপি পুলিশ স্কোয়াড বিশেষত রিও ডি জানেরিও’র বস্তিগুলোতে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করতে প্রতিষ্ঠা করা হয়েছে। পুলিশের ঘাঁটিগুলো আক্রান্ত হওয়ার পর অতিরিক্ত পুলিশ তলব করা হয় এবং বিকেল পর্যন্ত বন্দুকযুদ্ধ চলে। সোমবার বিকেল তিনটা পর্যন্ত গুলির শব্দ শোনা যাচ্ছিল এবং একটি সামরিক হেলিকপ্টার আকাশে চক্কর দিচ্ছিল।