%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%96%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ae%e0%a7%87%e0%a7%9f%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%be

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার এক মামলায় সিলেটের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ সোমবার দুপুরে শুনানি শেষে আবেদন নামঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন জানান, কিবরিয়া হত্যাকান্ডের ঘটনায় দুটি মামলা হয়। এর মধ্যে হত্যা মামলায় মেয়র আরিফুল উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। সোমবার বিস্ফোরক মামলায় শুনানি হয়। শুনানি শেষে আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন।হত্যা মামলা ও বিস্ফোরক মামলা – দুটিই হবিগঞ্জে দায়ের হলেও পরে সিলেটে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

আইনজীবী মঞ্জুর জানান, পলাতক আসামিদের বিষয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়ার জন্য বিস্ফোরক মামলাটি পুনরায় হবিগঞ্জে পাঠানো হয়েছিল। এরই মধ্যে বিস্ফোরক মামলায় মেয়রের জামিন আবেদনের শুনানি হল।২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে আওয়ামী লীগের জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় মারা যান সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা হয়।