aerosmiths-steven-tyler-and-joe-perry-got-to-play-excited-fans-abroad-air-force-one-on-friday-during-an-impromptu-meeting-with-president-obama

মার্কিন প্রেসিডেন্টের উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানের অভ্যন্তরে ঘুরলেন এরোস্মিথের গায়ক স্টিভেন টেলর ও গিটারিস্ট জো পেরি। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিমানবন্দরে একই রানওয়েতে তারা পেয়েছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামাকে।এরোস্মিথের সংগীতশিল্পীরা ছিলেন টেলরের নিজের উড়োজাহাজে। ওবামা তখন হিলারি ক্লিনটনের প্রচারণার জন্য সানশাইন স্টেটে কিছু সময় কাটানোর পর রওনা দিচ্ছিলেন। সংগীত বিষয়ক ওয়েবসাইট ভ্যানিয়াল্যান্ডকে পেরি বললেন, ‘রানওয়েতে আমরা বসার পর এয়ার ফোর্স ওয়ান চোখে পড়তেই সামনে গিয়ে ছবি তুললাম। আরও চমকপ্রদ ব্যাপার হলো, উড়োজাহাজটির ভেতরটা ঘুরে দেখতে পেরেছি।’

they-landed-in-florida-after-a-five-week-tour-when-they-spotted-the-presidents-aircraft-on-the-tarmac-of-orlando-international-airport

পেরি ও স্টিভেন উড়োজাহাজে ঢুকেছেন খবর পেয়ে দেখা করতে আসেন ওবামা। তাদের সঙ্গে ছবিও তোলেন তিনি। পেরি বললেন, ‘স্টিভেন ও আমার বেশকিছু রোমাঞ্চকর অভিজ্ঞতা আছে। তবে এটা একেবারেই অন্যরকম।’ গত ২৯ অক্টোবর সকালে টুইটারে স্টিভেন টেলর লিখেছেন, ‘দক্ষিণ আমেরিকায় সংগীত সফরের শেষটা এর চেয়ে ভালো হতে পারতো না। এয়ার ফোর্স ওয়ানের অভিজ্ঞতা মনে থাকবে। বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্টের পাশে বসে থাকার তুলনা হয় না।’