%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87বেনাপোল সীমান্ত হয়ে ভারত থেকে বাংলাদেশে আসছে অবৈধ অস্ত্রের চালান। সেসব অস্ত্র ভারত ও বাংলাদেশের একটি সন্ত্রাসীগ্রুপের চাহিদা অনুযায়ী আনা হচ্ছে, রাজধানীর গাবতলী থেকে আটক ভারতীয় অস্ত্র ব্যবসায়ী খায়রুলের কাছ থেকে এসব তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম জানান, ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন ধরণের অস্ত্র ঢাকাসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসীগ্রুপের কাছে বিক্রি করছে একটি চক্র।

তিনি আরও বলেন, ভারতীয় ব্যবসায়ীরা বিহার থেকে বালু ভর্তি ট্রাকে করে পশ্চিমবঙ্গ এলাকায় নিয়ে যায়। এরপরে সীমান্তরক্ষী বাহিনীকে ফাঁকি দিয়ে বেনাপোল হয়ে এসব অস্ত্র ঢুকে পড়ছে বাংলাদেশে। গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী খায়রুলের কাছ থেকে ডিবি ৬টি পিস্তল ও ৪টি শুটার গান উদ্ধার করেছে।