তৃণলতা

সাজ্জাদ হোসেন
_________________
তৃণলতা?
আমি বলছি তোমার সম্পর্কে কথা,
তুমি রাগ করলে না তো ?

দানব, মানব, পক্ষী
কে করে আমায় রক্ষী।
কে বলে আমার কথা
উপকার আমি করি যথা!

তোমার প্রেমে অনেকে দিশেহারা
তোমায় ধ্বংস করে যারা
সার্থকতা বুঝেনা যে তাঁরা।
সার্থক জননীর চির বাতায়ন
তুমি অনায়াসে ভরে তুলো মন।

আমার তিক্ত মর্মে ব্যথিত হয় কয়জন
নিষ্ঠুর ভুবনে কে আমার আপন?
কে করে আমার খোঁজ
আমি যে নিরবধি সুখের বায়ু দিই রোজ।
জগদীশ চন্দ্র বসু আমার প্রাণের শেষপ্রান্ত,
আমায় নিয়ে লেখে কবিরা আজ ক্লান্ত
আমি বুঝেছি সকালে আমি অফুরন্ত ফুটন্ত
গোধূলি বিকালে পাখিরডাকে আমি
শান্ত!
মনমালিন্য ভুলে, তবুও আমি আসি মানব কূলে।
আসি ইট-পাথরের শহরে,
জন বিড়ে,নবজাতক, যুগল প্রেমের তরে।
ভরে উঠুক ফের চিরসবুজ বাংলাদেশ
আমার শক্র হবে শেষ!
এই মিনতি করি আমার অস্তিত্বের অাদরি।