received_900511403412519

আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ৮ম ব্যাচের উদ্যোগে প্রথম বারের মত কোয়ালিটি ম্যানেজমেন্টের উপর “সিক্স সিগমা এন্ড টেকনিক্যাল ডাইমেনশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও বিজনেস স্টাডিজ অনুষদের ডীন অধ্যাপক ড.মো.মনিরুজ্জামান সভাপতিত্ব করেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ‘এনার্জিপ্যাক’ গ্রুপের সহকারী সাধারন ব্যবস্থাপক এবং গবেষনা ও উন্নয়ন বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার ফারুক হান্নান।

প্রথম বারের মত আয়োজিত বিশেষজ্ঞ পাঠদান কর্মসূচি হিসেবে বক্তারা কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য ‘কাষ্টমার সেটিসফেকশন’র উপর জোর দেন । অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক তাহমিনা রিতা আনিকা ।

কাওছার, জবি ।