কালরাত্রি
________________

আমি ছিলাম কালরাত্রি
সবার মতো যাত্রী।
আমার যাত্রার টিকেট হয়
কলম যোদ্ধা হিসাবে।

কলেজের মেধাবী রমণী
যাঁহার গুনের কত কৃত কাহিনী
পাকপশুর হাতে সে বন্ধী
চলছে নিষ্ঠুরপ্রকৃতি অত্যাচার
আর পালাক্রমে ধর্ষণ।

যাঁহার রাজসাক্ষী অাঊস ধানের খড়,
আর খড়ের উপরে থাকা চড়, সাক্ষী ছিল বাঁশের বেড়া, আর
সাক্ষী আমি।
দু’জন রাজাকার ছিল ঐদিন
তাঁরা-ও ছিল সাক্ষী।

নিঃশ্চুপ নয়নে অপলকে তাঁকিয়ে
খোদার অারশে অারতি করে
হে খোদা মৃত্যু কতদূর
না কি তোমার অারশে যায় না
এই অসহায় তরুণীর সূর।

আমার সাথে যাত্রী হয়ে
রাত্রি কাটালো এক ছিন্নবস্ত্র হীন
মানুষ। যাহা তখন মানসিক রোগী।
আমি সেই দিন জিজ্ঞাস করেছি,
তোমার নাম কি ভাই?
সে সহজসরল ভাষ্যমতে উত্তর দিল
বাংলাদেশ,বাংলাদেশ বাংলাদেশ।

সাজ্জাদ হোসেন