“সপ্নের দেশ”

————————

অপূর্ব লীলা নিকেতন এ বাংলাদেশ,
ফসলের ক্ষেতে সবুজের সমাহার বেশ।
এ দেশে ছবির মত সারি সারি গ্রাম,
গাছে গাছে কাঁঠাল কলা আম।

বৈশাখে হাওয়া আসে মৃদুমন্দ,
কবি মনে আনে চরনের ছন্দ।
গ্রীষ্মের রোদ যেন ঘন ফুলকি,
মানুষ যেন ছুটে চলে দুলকি।

বর্ষার ধারা ঝরে ঝর ঝর,
ফসলের ক্ষেত জলে ভর ভর।
শরতে সাদা মেঘ জমে আকাশে,
শিউলী কামিনীর গন্ধ বাতাসে।

হেমন্তের প্রকৃতিটা জবুথবু,
পাকা ধান কাটে কৃষক বাবু।
শীতের হাওয়া লাগল গাছের ডালে,
পাতাগুলো শিশিরে ভরে গেল তালে।

বসন্তে বনে বনে ফুটে ফুল,
সুরের প্রত্যাশায় ব্যাকুল হৃদয়ের কূল।

………শামীম শিকদার……