বগুড়ার কাহালুর আলোচিত স্কুল ছাত্র নাঈম হত্যা মামলার রায়ে ২জনের ফাঁসি ও ১জনের ৭ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। বুধবার বিকেলে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন।

ফাঁসি দন্ডপ্রাপ্তরা হলো, কাহালু উপজেলার উলট্ট্র গ্রামের ভাটা মান্নানে পুত্র জাকারিয়া ও মোহাম্মাদ আলীর পুত্র ডালিম। ৭ বছরের কারাদন্ডাদেশ প্রাপ্ত হলো কাহালুর একই গ্রামের আহমেদ আলীর পুত্র আব্দুল মতিন। ফাঁসির দন্ড প্রাপ্তরা পলাতক রয়েছে।আদালত সূত্রে জানা গেছে, বিগত ২০১২ সালের ৫ এপ্রিল বগুড়ার কাহালু উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র নাঈমুর ইসলাম নাঈম (১৩) কে মুক্তিপণের দাবীতে অপহরণ করে। পরবর্তীতে মুক্তিপণের টাকা দিতে বিলম্ব ও আসামীদের চিনে ফেলায় তাকে শ্বাসরোধ করে হত্যা করে ইট ভাটার আগুনে পুড়িয়ে ফেলা হয়।এ ঘটনায় নাঈমুরের বাবা বাদী হয়ে কাহালু থানায় মামলা দায়ের করলে পুলিশ আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। আদালতে স্বাক্ষী প্রমানে আসামী দোষী প্রমানিত হলে এই রায় ঘোষণা করেন।