গাজীপুরে কালীগঞ্জের এক জঙ্গল থেকে আন্তঃজেলা ডাকাত সর্দার মনির হোসেন উরফে গোলজার উরফে কালা মানিককে গ্রেফতার করেছে পুলিশ। সে কালীগঞ্জ উপজেলার উপজেলা বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের অলী উল্লাহর ছেলে।

কালীগঞ্জ থানার ওসি মো. আলম চাঁদ জানান, কালীগঞ্জ উপজেলার উপজেলা বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের একটি জঙ্গলে সহযোগীদের নিয়ে ডাকাত সর্দার কালো মানিক অবস্থান করছে। এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ শনিবার মধ্য রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে ডাকাতি হওয়া মালামালের মধ্যে মোবাইল ফোন সংযুক্ত হাত ঘড়ি উদ্ধার করা হয়। তার নামে কালীগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিল।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।