বান্দরবান জেলার লামায় উপজেলা রুপসি ইউনিয়ন নাইক্ষ্যং পাড়া এলাকার সন্ত্রাসী ও সেনাবাহিনীর সদস্যদের সাথে গুলাগুলি বিনিময় হয়েছে। এতে এক সন্ত্রাসী নিহত খবর পাওয়া গেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সাচিংপ্রু চৌধুরী সত্যতা স্বীকার করেছেন। গুলাগুলি সময় এই পাড়ায় মেম্বার ছেলে আহত হন। তাকে লামায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান। স্থানীয় সূত্রের জানা গেছে ¤্রাে ন্যাশনার বাহিনীর সদস্যরা চাদাঁ তোলা সময় সেনা বাহিনীর সদস্যরা গোপন খবর পেয়ে এই পাড়ায় অফিযান চালাই। এতে ¤্রাে বাহিনীর সদস্যরা সবুজ পোষাক ধারীরা সেনা বাহিনীর সদস্যদের ওপর গুলি চালায় বলে জানা গেছে। নিহত ¤্রাে ন্যাশনার বাহিনীর সদস্য না জানা সম্ভব হয়নি।