ঝিনাইদহে বাস মিনিবাস ও সড়ক পরিবহন ইউনিয়নের শ্রমিকরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক জামির হোসেনকে মানিকগঞ্জের একটি আদালত যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করার প্রতিবাদে ঝিনাইদহের শ্রমিকরা এই কর্মসুচি পালন করে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে ১২ পর্যন্ত এক ঘন্টা ব্যাপী জেলা প্রধান টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করে। এসময় রাস্তার উভয় পাশে আটকা পড়ে কয়েকশত যানবাহন। ফলে দর্ভোগে পড়ে যাত্রীরা।

অবরোধ চলাকালে বক্তব্য রাখে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান, সড়ক পরিবহনের দাউদ হোসেন ও সাধারন সম্পাদক আবু সাঈদ। বক্তারা অবিলম্বে দন্ডপ্রাপ্ত চালক জামির হোসেনের নিঃশর্ত মুক্তি দাবি করে। এ কর্মসূচীতে দু’শতাধিক শ্রমিক অংশ গ্রহন করেন।

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ