পিলখানা হত্যাকান্ড স্মরণে ২৫ ফেব্র“য়ারিকে জাতীয় শোক দিবস ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি।পাশাপাশি নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে ঘটনার রহস্য উন্মোচনের দাবি জানিয়েছে দলটি।শুক্রবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব দাবি জানান। হত্যাকান্ডকে পূর্বপরিকল্পিত উল্লেখ করে রিজভী বলেন, জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষার প্রতীক সেনাবাহিনীকে দুর্বল করার পিলখানা ট্র্যাজেডির ঘটনায় আন্তর্জাতিক চক্রান্ত থাকতে পারে।তিনি অভিযোগ করেন, এ ঘটনার সঙ্গে ক্ষমতাসীনদের অনেকের জড়িত থাকার কথা শোনা গেলেও সেগুলো ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে।২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র“য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহ চলাকালে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়।একই বছরের ২৮ ফেব্র“য়ারি লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। মামলার রায়ে ২০১৩ সালের ৫ নভেম্বর বিডিআরের সাবেক ডিএডি তৌহিদসহ ১৫২ জনকে মৃত্যুদন্ড দেয়া হয়।
এছাড়া বিএনপির সাবেক এমপি মৃত নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টু ও স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ ১৬০ জনকে যাবজ্জীবন কারাদন্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। অভিযোগ প্রমাণ না হওয়ায় ২৭৭ জন খালাস পান।রিজভী বলেন, এই মর্মান্তিক ঘটনার সাথে ক্ষমতাসীনদের অনেকের জড়িত থাকার কথা শোনা গেলেও সেগুলোকে ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছে। পুরো বিষয়টি এখনও রহস্যের কুয়াশায় ঢাকা। একটি জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব, সুরক্ষার প্রতীক সেনাবাহিনীকে এভাবে দুর্বল করার আন্তর্জাতিক চক্রান্ত থাকতে পারে। পিলখানা ট্র্যাজেডির উচ্চ পর্যায়ের একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে এর রহস্য উদঘাটন করা উচিৎ। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে পিলখানায় সেনাবাহিনীর কর্মকর্তাদের হত্যাকান্ডের দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণার জোর দাবি জানাই।একই সঙ্গে গ্যাসের দাম পুনরায় বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন রিজভী আহমেদ। তিনি বলেন, বৃহস্পতিবার আবারো বাড়ানো হয়েছে গ্যাসের দাম। শুধুমাত্র আওয়ামী লীগ সরকার তিনবারে গ্যাসের মূল্য পাঁচগুণ বৃদ্ধি করেছে। বর্তমানে গ্যাস কোম্পানিগুলো লাভজনক অবস্থায় থাকলেও কেবলমাত্র সীমাহীন লুটপাটের জন্যই এই মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার। তিনি অবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছেন।