গাজীপুরে যাত্রীবাহী একটি বাসে ডাকাতির চেষ্টাকালে ৬ ডাকাতকে শুক্রবার আটক করেছে পুলিশ। এসময় পুলিশের ৪ সদস্য আহত হয়েছে। ডাকাতদের কাছ থেকে একটি রিভলবার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

টঙ্গী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, গাজীপুর থেকে যাত্রী নিয়ে ‘সুপ্রভাত পরিবহন’র একটি বাস শুক্রবার ভোরে ঢাকা যাচ্ছিল। বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুরা এলাকায় পৌছলে সংঘবদ্ধ একদল ডাকাত ওই বাসে ডাকাতির চেষ্টা করে। এসময় ওই এলাকায় দায়িত্বপালনরত পুলিশ সদস্যরা ডাকাতদের চ্যালেঞ্জ করলে ডাকাতরা পুলিশ সদস্যদের উপর হামলার চেষ্টা চালায়। পরে পুলিশ একটি রিভলবার ও ছয় রাউন্ড গুলিসহ ৬ ডাকাতকে আটক করে। এসময় ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তিকালে পুলিশের ৪ কনস্টেবল বিল্লাল, শাহীন, শহিদুল ইসলাম ও লিয়াকত আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ডাকাতদলের আটক সদস্যরা হলো- সিরাজুল ইসলাম সৈকত, আকাশ ওরফে আলামিন, রাজু, মহসিন, স্বপন ও বাবুল চিশতি। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।