ধারনাটাই ঠিক হলো। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কোন চমক ছাড়াই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফির মূল দলে সুযোগ না হলেও, আয়ারল্যান্ডে ত্রিদেশী টুর্নামেন্টের ১৮ সদস্যের বাংলাদেশ দলে ফিরেছেন নাসির হোসেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাদ পড়লেও, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেয়েছেন দুই পেসার রুবেল হোসেন ও শফিউল ইসলাম।

আইসিসি’র বেঁধে দেয়া ২৫ এপ্রিলের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করতে হবে অংশগ্রহণ কারী দেশগুলোকে। সেই ধারায় আজ চূড়ান্ত দল দিলো বিসিবি। বাংলাদেশের নিয়মিত মুখগুলোই আছে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। চ্যাম্পিয়ন্স ট্রফি মাথায় কন্ডিশনিং ক্যাম্প করতে ২৬ এপ্রিল ইংল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দল:
মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুসফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, সফিউল ইসলাম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান, নাসির হোসেন, শুভাশিস রয় ও নুরুল হাসান।

চ্যাম্পিয়নস ট্রফির দল:
মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুসফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, সফিউল ইসলাম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

স্ট্যান্ডবাই: নাসির হোসেন, শুভাশিস রয়, নুরুল হাসান ও সাইফ উদ্দিন।