গাইবান্ধা সদর উপজেলার পার্বতীপুর, ধোপাডাঙ্গা ও ভাটপাড়া গ্রামের স্বপ্ন পুড়েছে ইট ভাটার বিষাক্ত ধোয়ায়। ওই এলাকার প্রায় ১শ’ বিঘার উঠতি বোরো ধান সোহেলের ইট ভাটা ‘সিথি ব্রিকসের’ নির্গত ধোয়ায় পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অভিযোগে জানা গেছে, সদর উপজেলার পার্বতীপুর, ধোপাডাঙ্গা ও ভাটপাড়া গ্রামের কৃষকরা এবার বোরো ধানের বাম্পার ফলনের আশা করেছিলেন। কিন্তু তাদের আশা-স্বপ্ন ধূলিস্যাৎ করেছে সিথি ব্রিকস। গত ২৭ এপ্রিল ভাটা কর্তৃপক্ষ চিমনির নিচের মুখটি খুলে দিলে বিষাক্ত কালো ধোয়া ভাটার উত্তর ও পশ্চিমের ধানের উপর দিয়ে বয়ে যায়। এতে সম্পূর্ণ ফসল পুড়ে যায়। এছাড়াও ভাটার ধোয়ায় বনজ ও ফলদ বৃক্ষও নষ্ট পুড়ে নষ্ট হয়ে গেছে। বিষয়টি সুরাহার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান, কৃষি বিভাগের প্রতিনিধি ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সমন্বয়ে গত ২৮ এপ্রিল আলোচনা সভা ডাকা হয়। কিন্তু আলোচনা সভায় ইট ভাটা মালিক বা তার কোন প্রতিনিধি সভায় উপস্থিত হননি। এমতাবস্থায় কৃষকরা ফসল হারিয়ে চরম বিপাকে পড়েছেন। তারা বাধ্য হয়ে ক্ষতি পূরণের জন্য সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন।