নাটকের জনপ্রিয় তারকা মেহজাবিন। সারা বছর বেছে বেছে গুটি কয়েক নাটকে কাজ করতে দেখা যায় তাকে। ঈদের আগে একাধিক নাটকে কাজ করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।বেছে বেছে কাজ করা এ তারকার এবারের ঈদের ‘পরিণতি’ কেমন হবে?আসন্ন ঈদে সেটাই জানতে পারবেন দর্শক। নির্মাতা ইমরাউল রাফাতের ‘পরিণতি’ নামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন তাহসান খান।
নাটেক তৃণা চরিত্রে মেহজাবিন ও জিয়াদ চরিত্রে তাহসান অভিনয় করেছেন। নাটকের গল্পে দেখা যাবে, তৃণা ও জিয়াদের ভালোবাসার সম্পর্ক থাকে। এরপর পারিবারিক সম্মতিতে তাদের বিয়ে হয়। সুখে সংসার করতে থাকে তারা। একসময় সুখের সংসার আর সুখের থাকে না। জিয়াদের বড় একটা অসুখ হয়। জীবন থেকে সে সব স্মৃতি ভুলে যেতে শুরু করে। তারপরও তৃণা ভালোবাসে জিয়াদকে। কিন্তু একদিন নিখোঁজ হয় জিয়াদ। কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। জিয়াদ নিখোঁজের পর কী পরিণতি হয় তৃণার ? নাটকটি প্রসঙ্গে মেহজাবিন বলেন, নাটকের গল্পে টুইস্ট রয়েছে। কিছুটা সিনেমাটিক ফ্লেভার পাবেন দর্শক।এতে আরও অভিনয় করছেন ওমর, ফখরুল বাশার মাসুম, রেজাউল আমিন সুজন ও রানি হাবিবা। ঈদে যে কোনো একটি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।