সিমের তথ্য সংরক্ষণ ও যাচাই-বাছাইয়ের জন্য সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্লাটফর্ম চালু করতে যাচ্ছে সরকার। আগামী বৃহস্পতিবার রাতে এ প্লাটফর্ম চালু হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, এ প্লাটফর্ম চালু হলে কোনও গ্রাহক ২০টির বেশি সিম রাখতে পারবেন না।বুধবার দুপুরে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ (টিঅ্যান্ডটি) মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।তারানা হালিম বলেন, একজন গ্রাহকের কাছে নিবন্ধিত অথবা একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডির) বিপরীতে সব অপারেটরের মিলিয়ে ২০টির বেশি সিম নিবন্ধিত আছে কিনা তা যাচাই করতে বৃহস্পতিবার রাত থেকে চালু হচ্ছে সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্লাটফর্ম। এই কার্যক্রমের মধ্য দিয়ে প্রত্যেক অপারেটরের কাছ থেকে একটি এনআইডির বিপরীতে কতটি সিম আছে তা জানা যাবে। এ কার্যক্রম শেষ হতে সময় লাগবে সর্বোচ্চ ১৮ ঘণ্টা। এই সময়ে বিভিন্ন অপারেটরের সিম বিক্রি কার্যক্রম কিছুটা বিঘিœত হতে পারে।

এ সময় তারানা হালিম বলেন, বায়োমেট্রিক ভেরিফিকেশন সফলভাবে মাত্র ৫ মাসের মধ্যে শেষ হয়েছে। আমরা বলেছিলাম এই পদ্ধতিতে বিভিন্ন প্রক্রিয়ায় নিচ্ছিদ্র করতে চাই। বায়োমেট্রিক ভেরিফিকেশনের ধারাবাহিকতায় আরও একটি ধাপ আজ যুক্ত হলো। এই সিস্টেমে সব অপারেটর যুক্ত হয়েছে।তিনি বলেন, এটির মাধ্যমে একটি এনআইডির বিপরীতে কতটি সিম আছে তা শনাক্ত হবে। পরবর্তীতে একটি নির্দিষ্ট সময় দিয়ে অতিরিক্ত সিমগুলো বন্ধ করতে গ্রাহককে জানানো হবে। যদি মন্ত্রণালয়ের দেওয়া সময় অনুযায়ী গ্রাহক অতিরিক্ত সিম বন্ধ না করেন তাহলে বিটিআরসি থেকে জোর করে সিম বন্ধ করে দেওয়া হবে। তবে সিম বন্ধ করার জন্য যে নীতিমালা হবে তা মন্ত্রণালয় থেকে পরবর্তীতে করা হবে।সংবাদ সম্মেলনে টিঅ্যান্ডটি সচিব শ্যাম সুন্দর শিকদার এবং বিটিআরসি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার এমদাদুল বারী উপস্থিত ছিলেন।