গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে জেএমবির বিস্ফোরক ও বিস্ফোরক তৈরীর রাসায়নিক সরবরাহকারী দু’জনকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা। আটককৃতরা হলো- মেহেদী হাসান বাবুল (৩৬) ও আনোয়ার হোসেন (২৮)। তাদের বাড়ি ময়মনসিংহ জেলায় বলে জানা গেছে।

র‌্যাব-১ এর উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ জানান, গত ৭ মে র‌্যাব-১ এর অভিযানে জেএমবি এর আইইডি (ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) তৈরীর রাসায়নিক পদার্থ সরবরাহকারী জঙ্গী সদস্য ইমরান এবং তার সহযোগী রফিককে বিপুল পরিমান বিস্ফোরক ও বিষ্ফোরক তৈরীর সরঞ্জামাদিসহ আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে র‌্যাব-১ এর সদস্যরা গাজীপুরের সিটি কর্পোরেশনের বোর্ডবাজার এলাকায় অভিযান চালিয়ে বাবুল ও আনোয়ারকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জেএমবি’র বিস্ফোরক তৈরীর রাসায়নিক পদার্থ সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটককৃতদেরকে থানায় হস্তান্তর এবং আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।