পশ্চিম লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহত দু’জন বাংলাদেশি বংশোদ্ভূদ ব্রিটিশ নাগরিকের নাম প্রকাশ করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ। সোমবার ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে। নিহতরা হলেন- হুসনা বেগম। যার জন্ম সাল ১৯৯৫ উল্লেখ করা হয়েছে। অন্যজন রাবেয়া বেগম। তার জন্ম ১৯৫২ সালে। ব্রিটিশ কর্তৃপক্ষ ধারণা করছে তারা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তাদের মধ্যে সম্পর্ক প্রকাশ না করা হলেও তারা ওই ভবনের একই অ্যাপার্টমেন্টে থাকতেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে ১৪ই জুন গ্রেনফল টাওয়ারে অগ্নিকান্ডে নিখোঁজ বাংলাদেশি একই পরিবারের পাঁচ সদস্যদের এখনো কোনো আনুষ্ঠানিক খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নিখোঁজ বাংলাদেশিদের দু’জন হুসনা ও রাবেয়া। তারা সম্পর্কে মা ও মেয়ে। গ্রেনফেল টাওয়ারের অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৭৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে ব্রিটিশ সরকার।