রামপালের তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আগে কৌশলগত পরিবেশ মূল্যায়ন করে প্রতিবেদন দেয়ার পাশাপাশি রিঅ্যাকটিভ মনিটরিং মিশনের সুপারিশ বাস্তবায়ন করতে বলেছে জাতিসংঘ সংস্থা ইউনেস্কো।আর এজন্য বাংলাদেশ সরকার সময় পাচ্ছে দেড় বছর। পোল্যান্ডের ক্রাকাও শহরে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪১তম অধিবেশনে সুন্দরবনের পাশে নির্মাণাধীন এ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে শুনানির পর ওই সিদ্ধান্ত গৃহীত হয়।

বুধবার এ শুনানির পর ইউনেস্কো রামপাল নিয়ে আপত্তি তুলে নিয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়। তবে ইউনেস্কো পাস হওয়া প্রস্তাবের পূর্ণাঙ্গ অনুলিপি এখনো প্রকাশ করা হয়নি।পোল্যান্ডের ক্রাকাও শহরে জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪১তম অধিবেশন বসে।বুধবারের অধিবেশনে রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আগে কৌশলগত পরিবেশ মূল্যায়ন-এসইএ করে বাংলাদেশকে ওই প্রতিবেদনের অনুলিপি পর্যালোচনার জন্য হেরিটেজ সেন্টারে পাঠাতে বলা হয়েছে।সেইসঙ্গে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের রিঅ্যাকটিভ মনিটরিং মিশন ২০১৬ সালে সুন্দরবন ঘুরে যাওয়ার পর তাদের প্রতিবেদনে যেসব সুপারিশ করেছিল তা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে কমিটি। এসব প্রতিবেদন হেরিটেজ কমিটির ৪৩তম অধিবেশনে পর্যালোচনা করা হবে।

শুনানিতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।তিনি বলেন, এসইএর যেসব সুপারিশ এসেছে তার সঙ্গে বাংলাদেশও একমত।তিনি আশ্বস্ত করেন, সুন্দরবনের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই বাংলাদেশ রামপাল বিদ্যুতকেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করছে এবং ঝুঁকি কমানোর সব ব্যবস্থাই নেয়া হচ্ছে।শুনানির পর ইউনেস্কো রামপাল নিয়ে আপত্তি তুলে নিয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়। তবে পাস হওয়া প্রস্তাবের পূর্ণাঙ্গ অনুলিপি এখনো প্রকাশ করেনি সংস্থাটি।তবে সরকারের এই দাবির সঙ্গে একমত নন রামপাল বিদ্যুত কেন্দ্রবিরোধী তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ।তিনি বলেন, ওই বিদ্যুৎ প্রকল্প রামপাল থেকে সরাতে হবে-এই অবস্থান থেকে ইউনেস্কো এখনো সরে আসেনি।