বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রাঙ্গণেমোর নাট্যদলের দুটি দর্শক-নন্দিত নাটক মঞ্চায়িত হবে ১১ ও ১৩ আগস্ট। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ১১ আগস্ট সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে প্রাঙ্গণেমোর নাট্যদলের ১২তম প্রযোজনা ‘দাঁড়াও… জন্ম যদি তব বঙ্গে’। মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে অর্পূব কুমার কু-ুর রচনায় এ নাটকটি নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। নাটকটির মঞ্চ ও পোশাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ, সঙ্গীত পরিকল্পনা করেছেন রামিজ রাজু ও আলোক পরিকল্পনা করেছেন আহমেদ সুজন। ‘দাঁড়াও… জন্ম যদি তব বঙ্গে’ নাটকটিতে অভিনয় করেছেন অনন্ত হিরা, রামিজ রাজু, শুভেচ্ছা রহমান ও আল-আভী জাহান টুুসি।

১৩ আগস্ট সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়িত হবে প্রাঙ্গণেমোর নাট্যদলের ৮ম প্রযোজনা ঈর্ষা। সৈয়দ শামসুল হক রচিত এ নাটকটি নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। নাটকটিতে অভিনয় করেছেন নূনা আফরোজ, রামিজ রাজু ও অনন্ত হিরা। উল্লেখ নাটকটিতে সংলাপ মাত্র ৭টি এবং চরিত্র ৩টি। নাটকটির সবচেয়ে বড় সংলাপের ব্যাপ্তি ৩৬ মিনিট এবং সবচেয়ে ছোট সংলাপটি ১৬ মিনিট ব্যপ্তিকালের।