ইঞ্জিনে মারাত্মক ত্রুটির কারণে শনিবার এয়ার ফ্রান্সের একটি এ-৩৮০ বিমান কানাডায় জরুরি অবতরণ করেছে। বিমানটিতে ক্রুসহ ৫শ’রও বেশি আরোহী ছিল। বিশালায়তনের বিমানটি প্যারিস থেকে লস অ্যাঞ্জেলেস যাচ্ছিল। কয়েক ঘন্টা উড়ার পর এর একটি ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এক পর্যায়ে এটি দিক পরিবর্তন করে কানাডার পূর্বাঞ্চলের সামরিক বিমান বন্দর গুজ বে’তে জরুরি অবতরণ করে। এয়ার ফ্রান্সের একজন মুখপাত্র এ কথা জানান। তবে বিমানে ত্রুটির কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিমানটিতে ৪৯৬ যাত্রী ও ২৪ ক্রু ছিল। তাদের সকলকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। উল্লেখ্য, এয়ার ফ্রান্স ১০টি এ-৩৮০ বিমান পরিচালনা করে, যা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ যাত্রীবাহী এয়ারবাস।