যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কনসার্টে হামলায় জঙ্গি সংগঠন আইএসের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই)। আজ সোমবার একটি বিবৃতিতে এফবিআইয়ের বিশেষ এজেন্ট অ্যারন রুস বলেন, হামলার সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনটির কোনো সম্পক্তৃতা পায়নি এফবিআই। লাস ভেগাসের হামলায় এ পর্যন্ত ৫৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে পাঁচ শতাধিক।

হামলার ঘটনায় আইএস দাবি করে, হামলাকারী ব্যক্তি স্টিফেন প্যাডক কয়েক মাস আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি আইএসের যোদ্ধা ছিলেন। যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি তৎপরতা তদারককারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানিয়েছে, আইএসের বার্তা সংস্থা আমাক হামলার দায় স্বীকার করেছে।

তবে এফবিআই এজেন্ট রুস আইএসের এ দাবি নাকচ করেছেন। এ সংগঠনটির জড়িত থাকার কোনো প্রমাণ নেই। তিনি বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে। আমাদের অংশীদারদের সঙ্গে তথ্যগত, সম্পূর্ণভাবে এ বিষয়ে তদন্ত করব, যাতে সমাজে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনা যায়।’