সমালোচনার মুখে বাতিল করা হলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ঘোষিত জান্নাতুল নাঈম এভ্রিলের নাম। প্রতিযোগিতাটির আয়োজক প্রতিষ্ঠান এ ঘোষণা দেয়।বুধবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর হোটেল ওয়েস্ট-ইন-এ আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, বিচারকদের রায়ে দুই প্রতিযোগী জেসিয়া ইসলাম ও জারা মিতুর মধ্য থেকে বিজয়ী নির্বাচিত করে শিগগিরই নতুন চ্যম্পিয়নের নাম ঘোষণা করা হবে।

এর আগে ২৯ সেপ্টেম্বর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ চ্যাম্পিয়ন হিসেবে চট্টগ্রামের মেয়ে জান্নাতুল নাঈম এভ্রিলের নাম ঘোষণা করা হয়। তবে নিজের বৈবাহিক অবস্থান লুকিয়ে রেজিস্ট্রেশন করায় সমালোচনার মুখে পড়েন তিনি। তবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান ‘মিস ওয়ার্ল্ড’ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।মঙ্গলবার (২ অক্টোবর) ফিরতি মেইলে ‘মিস ওয়ার্ল্ড’ কর্তৃপক্ষ জানিয়েছেন, বিবাহিত কিংবা ডিভোর্সি হওয়ায় এভ্রিলের ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিতে কোনো বাধা নেই। কিন্তু তিনি নিজের বৈবাহিক অবস্থান গোপন রেখে অসততার পরিচয় দিয়েছেন। সেকারণে তাকে প্রতিযোগিতায় অংশ নিতে নিরুৎসাহিত করা হয়েছে।এ চিঠির প্রেক্ষিতে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ আয়োজকরা এভ্রিলের খেতাব বাতিল করার সিদ্ধান্ত নেন। প্রতিযোগিতার অপর দুই প্রতিযোগীর মধ্য থেকে একজনকে পাঠানো হবে চীনে আয়োজিত মূল প্রতিযোগিতায়।সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিচারক বিবি রাসেল বলেছেন, ভুল সবারই হয়। আশা করি বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।অনুষ্ঠানে বিচারকদের মধ্যে উপস্থিত আছেন শম্পা রেজা, চঞ্চল মাহমুদ ও বিবি রাসেল। বাকি বিচারকরা উপস্থিত থাকতে পারেননি।