গাজীপুরের কালিয়াকৈর থেকে শনিবার রোহিঙ্গার এক শিশু ও তার মা’কে উদ্ধার করেছে পুলিশ। তারা হলো- আব্দুল্লাহ (৮) ও তার মা বিথী কুমারী (৪০)।
কালিয়াকৈর থানার ওসি রফিকুল ইসলাম জানান, গাজীপুরে কালিয়াকৈর উপজেলার ভান্নারা পশ্চিমপাড়া এলাকার ধোপাচালা রোড পুকুর পাড়ে শনিবার বিকেলে অজ্ঞাত পরিচয়ের এক নারী ও শিশুকে ঘোরাঘুরি করতে দেখে এলাকাবাসি। এসময় তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা মায়ানমারের লোক এবং সম্পর্কে মা ও ছেলে বলে শিশুটি হিন্দি ও বাংলায় মেশানো আঞ্চলিক ভাষায় জানায়। তবে শিশুটির মায়ের ভাষা বুঝতে না পারায় বিস্তারিত পরিচয় জানা যায়নি। তাদের কথাবার্তায় ও আচরনে তারা রোহিঙ্গা বলে সন্দেহ হলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে। উদ্ধারকৃতদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সন্ধ্যায় তাদেরকে উপজেলা সমাজ সেবা দপ্তরের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণের প্রস্তুতি চলছিল। এদিকে এলাকাবাসী জানায়, উদ্ধারকৃত নারী ও তার শিশু শুক্রবার হতে ওই এলাকায় এসে অবস্থান করছিল।