জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্স তৃতীয় বর্ষ নিয়মিত পরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় ১লাখ ২৮হাজার ৯৪৭জন ৪র্থ বর্ষে উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯৩.৯৩%। এ পরীক্ষায় ৩০টি অনার্স বিষয়ে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ৫৫০টি কলেজের মোট ১লাখ ৩৭হাজার ৮১৬ জন শিক্ষার্থী ২০০টি কেন্দ্রের মাধ্যমে অংশগ্রহণ করে। প্রকাশিত ফল বিকেল ৫টা থেকে SMS এর মাধ্যমে যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>hp3<space> Registration No লিখে ১৬২২২ নম্বরে send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd ও www.nubd.info থেকে জানা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। সারা দেশে ৩৮টি কেন্দ্রে ৭৩ টি কলেজের মোট ১১হাজার ৭২০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে ৭হাজার ৩৮৬ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৬৩.০২%। প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd ও www.nubd.info থেকে জানা যাবে। থেকে জানা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম এসব তথ্য জানিয়েছেন।