পাবনার চাঞ্চল্যকর আওয়ামীলীগ নেতা তারেক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড হয়েছে এবং ২ জনকে খালাস দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পাবনার স্পেশাল জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামীরা হচ্ছেন, সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের বক্শীপুর গ্রামের আব্দুল হামিদ খাঁর ছেলে আতিক (৩৮), গয়েশপুর ইউনিয়নের হরিনারায়নপুর গ্রামের তাহের আমিনের ছেলে মকবুল (৫৫), জোতগরি জালালপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে আসলাম (৩৭) ও মনোহরপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে তুরি কানা (৫৫)। সাজাপ্রাপ্ত আসামীরা সকলেই পলাতক রয়েছে।

মামলার সরকার পক্ষের আইনজীবি এডভোকেট খন্দকার আহমেদ রকিব জানান, ২০০৫ সালের ২৬ ফেব্রুয়ারী সদর উপজেলার জালালপুর বাজারে প্রকাশ্য দিবালোকে আওয়ামীলীগ নেতা তারেক আলীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে চরমপন্থী সন্ত্রাসীরা। হত্যার পর তার ভাই হারুন খাঁ বাদী হয়ে সদর থানায় ১১ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন সাক্ষ্য প্রমান শেষে বৃহস্পতিবার পাবনার স্পেশাল জজ আদালতের বিজ্ঞ বিচারক লিয়াকত আলী মোল্লা এজাহারভ’ক্ত ৪ জনকে অভিযুক্ত করে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ প্রদান করেন। এছাড়া দুই জনকে বেকসুর খালাস দেন। মামলায় সরকার পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট খন্দকার আহমেদ রকিব ও আসামী পক্ষের এডভোকেট সনৎ কুমার রায়।