২শ’ মন চাল আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা এক মামলায় মোঃ সোলায়মান হোসেন নামের সাবেক এক ইউপি সদস্যকে বুধবার ৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে পাবনার স্পেশাল জজ আদালতের বিচারক মোঃ লিয়াকত আলী মোল¬া।

আদালত সূত্রে জানা যায়, পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোঃ সোলায়মান হোসেনকে ১৯৮৯ সালের ২১ এপ্রিল উপজেলার অভিরামপুরের আনসার আলীর মোড় হতে মনজেদ আলীর বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত এবং উজান গ্রামের সদর আলীর বাড়ি হতে খোরশেদ আলীর বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত প্রকল্পের চেয়ারম্যান নিযুক্ত করা হয়। ওই মাসের ২৫ তারিখে খাদ্য গুদাম থেকে ডিও গ্রহণের মাধ্যমে ২শ’ মন চাল আত্মসাৎ করেন। যার বাজার মূল্য ছিল ৬৩ হাজার ৭শ’৪২ টাকা।

সূত্র জানায়, রাস্তা মেরামত কাজের প্রকল্প কর্মকর্তা, ইউপি সদস্য সোলায়মান হোসেনের বিরুদ্ধে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক বাদী হয়ে ১৯৯০ সালের ৬ জানুয়ারি আটঘরিয়া থানায় ৪৩৯ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ২। তদন্ত শেষে দুদক ১৯৯৪ সালের ১৪ আগষ্ট আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক আসামী সোলায়মানের উপস্থিতিতে ৭ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডিত সোলায়মান হোসেন আটঘরিয়া উপজেলার গোরড়ী গ্রামের মুহম্মদ নায়েব আলীর ছেলে।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন দুধকের প্যানেল আইনজীবি খোন্দকার আব্দুল জাহিদ রানা ও আসামী পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট আব্দুল হামিদ-৫।