স্বর্ণ ও মাদক চোরাচালান মামলায় বন্দি পাকিস্তানের এক নাগরিক শনিবার গাজীপুরের কাশিমপুর কারাগারে-২তে মারা গেছেন। নিহত হাজতির নাম মো. হারুন (৫২)। তিনি পাকিস্তানের করাচির মৃত আব্দুর রহমানের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সুপার প্রশান্ত কুমার বণিক জানান, ২০১৩ সালের ১৪ মার্চ মাদক ও স্বর্ণচোরাচালান মামলায় পাকিস্তানের নাগরিক হারুন ঢাকার বিমানবন্দর থানায় গ্রেপ্তার হন। গ্রেপ্তারকৃত হারুনকে আদালতের নির্দেশে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে তাকে ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এরপর ২০১৬ সালের ৩ অক্টোবর সেখান থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ স্থানান্তরিত করা হয়। শুক্রবার মধ্যরাতে হারুন বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করলে তাৎক্ষণিকভাবে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘরে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সেখান থেকে লাশটি তার দেশে পাঠানো হবে।