আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে সমাবেশ আয়োজন করায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া, ভোলারহাট, ঢোলরহাট, রাজাগাঁও, রামনাথে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ আহ্বান করায় অনির্দিষ্টকালের জন্য এ ধারা জারি করেছেন প্রশাসন। পাল্টা-পাল্টি কর্মসূচি ঘোষণায় আইনশৃংখলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় শনিবার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ম্যাজিস্ট্রেট মোল্লা আসলাম বলেন, বিষয়টি নিয়ে ঠাকুরগাঁও থানার ওসির দেয়া চিঠির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যাতে আইনশৃংখলা পরিস্থিতির কেনো অবনতি না ঘটে।

এ দিকে সমাবেশ এলাকগুলোতে ১৪৪ ধারা জারির প্রতিবাদে বিকালে জেলা বিএনপি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হবে। জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ অগণতান্ত্রিক চর্চায় লিপ্ত থেকে একনায়কতন্ত্র কায়েম করতে প্রশাসনকে দিয়ে রাজনৈতিক সভা-সমাবেশ পণ্ড করছে।’